বাঙলা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাঙলা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাঙলা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আমিরুল ইসলামের (পলাশ) পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এছাড়া তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা কার্যক্রম।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ ঘটিকার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন।

বিজ্ঞাপন

মিছিলে প্রতিষ্ঠানটির কয়েকশ' শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি কলেজের ভেতরের সড়ক কয়েকবার প্রদক্ষিণ করে। এরপর শিক্ষার্থীরা কলেজের সামনে প্রিন্সিপাল আবুল কাসেম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এসময় স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ’, ‘যেই শিক্ষক পাথর আনে, সেই শিক্ষক চাই না চাই না’।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে মিরপুর থেকে টেকনিক্যালমুখী সড়কের যান চালচল বন্ধ হয়ে যায়। ফলে মিরপুর রোড ও আবুল কাসেম সড়কে দেখা দেয় তীব্র যানজট।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে আন্দোলন দমনে দুইটি পিকআপে করে ২ টন পাথর আনা হয় অধ্যক্ষের পরামর্শে। এরপর সেই পাথর প্লাস্টিকের বস্তায় ভরে কলেজের ৭ ও ৮ নম্বর ভবনের ছাদের ওপরে তুলে রাখা হয়৷ সাথে কোল্ড ড্রিংকসের কয়েক কেস কাচের বোতলও রাখা হয় ছাদের ওপরে। পরিকল্পনা ছিল, বাঙলা কলেজে বা কলেজের সামনে দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে গেলে ছাদের ওপর থেকে নিক্ষেপ করবে ছাত্রলীগের নেতাকর্মীরা। উপাধ্যক্ষসহ কলেজের অন্যান্য শিক্ষকরা বাধা দিলেও তাতে কর্ণপাত করেননি অধ্যক্ষ। নিজেকে ছাত্রলীগের ক্যাডার দাবি করে বাধাদানকারী শিক্ষকদের অন্যত্র বদলির হুমকি দেন অধ্যক্ষ।

শেখ হাসিনার পদত্যাগের পরে শিক্ষার্থীরা ৭ ও ৮ নম্বর ভবনের ছাদে গিয়ে এসব পাথর ও কাচের বোতল দেখতে পান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা।