রংপুরে সড়ক দুর্ঘটনায় বিআরটিসির হেলপার নিহত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিআরটিসির হেল্পার নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা পলিটেকনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মোহাম্মদ আলী বিআরটিসি বাস ডিপো, রংপুরের বাসের হেলপার পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে রংপুরগামী বিআরটিসির একটি বাস তারাগঞ্জ উপজেলার কুর্শা পলিটেকনিক স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছায়। এসময় বাসটি অপর আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার নিকটবর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হেলপার মোহাম্মদ আলী (৪৬) গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হলে আনুমানিক দেড়টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেল ৩টায় রমেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত মোহাম্মদ আলী (৪৬) পঞ্চগড় জেলার সদর থানাধীন শিকারপুর গ্রামের মৃত ওসমান গণির পুত্র। পারিবারিক জীবনে ২ সন্তানের জনক ছিলেন তিনি।
নিহত মোহাম্মদ আলীর কন্যা আলেমা খাতুন জানান, প্রায় ২০-২২ বছর থেকে বিআরটিসি বাসের হেল্পার ছিলেন তার বাবা। হেল্পার থাকাকালীন ড্রাইভার অনুপস্থিত থাকলে মাঝেমধ্যেই গাড়ি চালাতেন মোহাম্মদ আলী। মঙ্গলবার বিআরটিসির বাস নিজে চালিয়ে আসার সময়েই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
এ বিষয়ে রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান শরীফূল ইসলাম জানান, বেলা সাড়ে এগারোটায় সাইড দিতে গিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। আমরা গিয়ে আহত অবস্থায় হেলপারকে পড়ে থাকতে দেখি। গুরুতর আহত অবস্থায় হেল্পারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এসময় বাসটিতে ড্রাইভার এবং অন্য কোন যাত্রীকে দেখতে পাইনি।