স্বৈরাচারিতা সহ্য করার জন্য বাংলাদেশের জন্ম হয়নি: আনোয়ার উল্লাহ চৌধুরী

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

বিগত ১৫ বছরে বাংলাদেশের মানুষ ফ্যাস্টিস্ট সরকারকে সহ্য করলেও স্বৈরাচারিতা সহ্য করার জন্য বাংলাদেশের জন্ম হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল উল্লাহ চৌধুরী।

বিজ্ঞাপন

বুধবার (১৪ আগষ্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে "আগষ্ট মানে বিপ্লব, আগষ্ট মানেই স্বাধীনতা" শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার শাসন আমল কে অন্ধকার যুগের সাথে তুলনা করে তিনি আরও বলেন, ইতিহাসের এতো ফ্যাসিবাদী স্বৈরশাসন আর নেই। কিন্তু তার পতন হয়েছে। তরুণ সমাজে জাগরণ সৃষ্টি হয়েছে। ১৫ বছর মানুষের বাক স্বাধীনতা ছিল না। ছাত্রজনতার বিপ্লবের মধ্যে স্বৈরশাসনের পতন হয়েছে।

এসময় তিনি শেখ হাসিনা সহ ফ্যাসিবাদি সরকারের সকল দুর্নীতি অনিয়ম, হত্যা বিচারের আওতায় আনার জন্য অন্তবর্তী কালেমা সরকারের কাছে আহ্বান জানান। তিনি বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদেরকে আমাদের অসাম্প্রদায়িকতা বজায় রাখতে হবে।

বিজ্ঞাপন

সাবেক যুগ্মসচিব নুরুল আলমের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিলারা চৌধুরী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল লতিফ মাসুম, অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আবদুল হক প্রমুখ।