মুজিবনগর সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশব্যাক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মুজিবনগর সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশব্যাক

মুজিবনগর সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশব্যাক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশিকে ভারত থে‌কে পুশ ব্যাক করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কেদারগঞ্জ বাজার হয়ে নিজ নিজ গন্তব্যের চলে যায় পুশব্যাক হওয়া ব্যক্তিরা। এদের মধ্যে ৪ জন নারী এবং ৬ জন পুরুষ।

বিজ্ঞাপন

তবে দায় এড়াতে পুশব্যাকের বিষয়টি অস্বীকার করেছে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার।

পুশব্যাক হয়ে আসা কয়েকজন জানান, বিভিন্ন সময়ে তারা ভারতে যায়। পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে অবস্থানের দায়ে তারা গ্রেফতার হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর জেল থেকে মুক্তি পেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদেরকে শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তের কাছে নিয়ে আসে। আজ ভোরের দিকে সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের বাড়ি ঢাকা, নোয়াখালী ও নরসিংদীসহ বিভিন্ন জেলায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ভোরের দিকে সীমান্তের গ্রামগুলো পেরিয়ে ওই ১০ জন আসেন মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে। সেখান থেকে দূরপাল্লার বাসযোগে তারা গন্তব্যে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মুজিবনগর কোম্পানি কমান্ডার বলেন, বিএসএফ আমাদের ভয়ে কাঁপছে। পুশব্যাক করার সুযোগ নেই।