রংপুরে কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত সবজি বিক্রেতার মরদেহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত সবজি বিক্রেতার মরদেহ

কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত সবজি বিক্রেতার মরদেহ

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন। নিহতের ৪৪ দিন পর আদালতের নির্দেশে মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেতে তুলা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মিস্ত্রীপাড়া কবরস্থানে শায়িত সাজ্জাদের মরদেহ উত্তোলন করে যৌথ বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এটিএম আরিফ, মামলার তদন্তকারী কর্মকর্তা খালেক উদ্দীন, সেনা ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

পরে সাজ্জাদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী অফিসার খালেক উদ্দীন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘ একমাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে সাজ্জাদ হত্যা মামলাটি করেন নিহত সাজ্জাদের স্ত্রী জিতু বেগম।