চুয়াডাঙ্গায় পানির ড্রেনে মিলল ১০ কেজি রুপার গহনা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গায় পানির ড্রেনে মিলল ১০ কেজি রুপার গহনা

চুয়াডাঙ্গায় পানির ড্রেনে মিলল ১০ কেজি রুপার গহনা

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ১০ কেজি রুপার গহনা আটক করেছে বিজিবি। বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে এ রুপার গহনা আটক করা হয়। অভিযানের সময় পালিয়ে গেছেন মুন্সিপুর গ্রামের সর্দারপাড়ার কিতাব মল্লিক (৬০)।

বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে দামুহুদার উপজেলার মুন্সিপুর বিওপি এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালায় বিজিবি। মুন্সিপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার তাপস কুমার ঘোষ ওই অভিযানের নেতৃত্ব দেন। বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯২/১০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিতাব মল্লিকের বাড়িতে অভিযান চালালে কিতাব পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

পরে কিতাব মল্লিকের বাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১০ কেজি ভারতীয় রুপার গহনা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৪১১ টাকা। পলাতক কিতাব মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃত রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন