কুষ্টিয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সার-কীটনাশকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি হয়। এ সময় সদর উপজেলার ঝাউদিয়া বাজারে মেসার্স আব্দুল লতিফ নামক বিসিআইসির সার ডিলারের প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।
সরকার নির্ধারিত ১৩৫০ টাকা বস্তার টিএসপি সার ১৫৮০ টাকা, ১০৫০ টাকা বস্তার ডিএপি সার ১৩৫০ টাকা এবং ১০০০ টাকা বস্তার এমওপি সার ১১০০ টাকায় বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আইন ও নিয়ম মেনে এবং চাষিদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে বেবি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. মখলেচুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।