মির্জা ফখরুলের সাথে বিজিএমইএ নেতাদের সাক্ষাৎ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বিজিএমইএ সভাপতি রফিকুল ইসলাম-এর নেতৃত্বাধীন একটি উচ্চ প্রতিনিধি দল।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিবের সাথে ব্যবসায়ী নেতারা সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে বিজিএমইএ সভাপতি বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে গার্মেন্ট শিল্পের মধ্যে কোনো গোষ্ঠী একধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর নির্দেশে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং দলের সকল স্তরের নেতাকর্মী সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করেছেন। কোথাও কোথাও নেতাকর্মীরা আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে পাহারা দিয়েছন।
সাক্ষাতকালে বিজিএমইএ নেতাদের বিভিন্ন সমস্যা নিয়ে মির্জা ফখরুল ইসলাম স্বরাষ্ট্র সচিবের সাথে টেলিফোনে কথা বলেন। পরে মির্জা ফখরুল নেতৃবৃন্দকে বলেন, দেশের এই সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাধানে এগিয়ে আসতে হবে। অর্থনীতি, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে।
বিজিএমইএ নেতারাদের সাথে সাক্ষাতকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী বিএনপি স্হায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক বাণিজ্য উপদেষ্টা বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বিজিএমইএ সভাপতির সাথে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি রকিবুল আলম, পরিচালক শোভন ইসলাম, নুরুল ইসলাম, আবসার হোসেন, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান কফিল উদ্দিন ও আবুল কালাম উপস্থিত ছিলেন।