চট্টগ্রামে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা-ওষুধ প্রদান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা-ওষুধ প্রদান/ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা-ওষুধ প্রদান/ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাদুর্গতদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলারটির সুয়াবিল, নাজিরহাট পৌরসভা, ভুজপুরসহ বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নগরীর পার্কভিউ হসপিটালের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

বিজ্ঞাপন

হসপিটালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, দিনব্যাপী প্রায় ৭ শত বর্ন্যাত মানুষকে চিকিৎসা প্রদান করা হয়েছে। একইসাথে তাদেরকে আড়াই লক্ষ টাকার সমপরিমাণ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

তিনি বলেন, এই মেডিকেল ক্যাম্পে পার্কভিউ হসপিটালের শিশু, গাইনি, চর্ম, মেডিসিন,ডায়াবেটিস, হৃদরোগ বিভাগের ১০ জন চিকিৎসক, ৩ জন ফার্মাসিস্টসহ ২০ সদস্যের দল সেবা প্রদান করেছেন। আমাদের এই সেবা কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২১ আগস্ট থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারীতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়।