বিমানবন্দরে নেত্রকোণার সাবেক পৌর মেয়র আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে পালাতে গিয়ে ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়লো নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ।

মো. ফয়েজ আহমেদ জানান, বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সাবেক এই মেয়রকে আটক করে। তাকে ঢাকা থেকে নেত্রকোণায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

জেলা পুলিশের কাছে হস্তান্তরের পর নেত্রকোণা মডেল থানায় বিস্ফোরক আইনে দায়ের তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

সাবেক মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে। নজরুল ইসলাম খান নেত্রকোণা পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র। তার বাবা আব্বাস আলী খানও নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

বিজ্ঞাপন
Latest News