বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা জানালেন স্বাস্থ্য সচিব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী ৭০০ জন নিহতের পাশাপাশি ১৯ হাজার জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আকমল হোসেন বলেন, ‘এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে যথাযথ চিকিৎসা দেয়ার ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও যাদেরকে বিদেশ নেওয়ার প্রয়োজন হবে তাদের জন্য সেটাও ব্যবস্থা করা হবে।’

চিকিৎসা সেবায় ১৬ বছরের সমস্যা এত দ্রুত সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত করা স্বাস্থ্য সুরক্ষা আইনটি অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপিত হবে।’