১০৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরে ১০৪ বোতল ফেনসিডিলসহ ইছাহাক আলী পাট্টাদার (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ওই মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার একটি বসতঘর থেকে ফেনসিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ইছাহাক আলী পাট্টাদার ওই এলাকার মৃত নূরুউদ্দনি পাট্টাদারের ছেলে বলে জানা গেছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিল সহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন