কক্সবাজারে নারী হেনস্থার ভিডিও ভাইরাল, উল্লাস করা যুবক ডিবি হেফাজতে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজারে নারী হেনস্তার ভিডিও ভাইরাল, উল্লাস করা যুবক ডিবি হেফাজতে

কক্সবাজারে নারী হেনস্তার ভিডিও ভাইরাল, উল্লাস করা যুবক ডিবি হেফাজতে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে কক্সবাজারে নারীর হেনস্তার একটি ভিডিও। কয়েকটি ভিডিওতে নারীকে লাঠি দিয়ে দৌঁড়ে দৌঁড়ে মারধর করতে দেখা যায়।

বিশেষ করে একটি ভিডিওতে দেখা যায়, রাতের বেলা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতিউৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতা ওই নারীর কান ধরে ওঠবসের গণনাও করছিলেন।

বিজ্ঞাপন

সারাদেশে আলোড়ন সৃষ্টি হওয়ার পরপরই ওই ঘটনার সাথে জড়িত লাঠি দিয়ে মারধর ও শ্লীলতাহানি করা যুবককে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)'র ওসি জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কম-কে জানান, সৈকতে এক নারীকে কান ধরিয়ে উল্লাস, মারধর করাসহ শ্লীলতাহানি করা যুবক ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে বিষয়টি স্বীকার করেছে। তবে এখনো গ্রেফতার করা হয়নি।

বিজ্ঞাপন

তাকে গ্রেফতার দেখানো হবে কিনা এই প্রশ্নে ওসি জানান, সে বিষয়টি স্বীকার করেছে। যেহেতু ভিডিও স্পষ্ট। তাকে গ্রেফতার বা পরবর্তী সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে।

অভিযুক্ত যুবককে বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় বলে জানান ডিবি।