মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপ অপসারণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বড় বারইল গ্রামে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাসের নেতৃত্বে রাজু এই কালিগঙ্গা নদী ড্রেজার বসায়। ওই সময় নবগ্রাম এলাকায় বালু ফেলার জন্য ইউনিয়নের বড় বারইল গ্রামের সরকারি ইটসোলিংয়ের রাস্তার উত্তর পাশ দিয়ে পাইপ স্থাপন করা হয়।
তখন এলাকাবাসী তাদেরকে মৌখিকভাবে বাঁধা দিলেও কোন প্রতিকার পাননি তারা। বরং পাইপ বসানোর সময় বাধা দেওয়ায় ওই গ্রামের অনেককেই প্রাণ নাশের হুমকিসহ নানাভাবে হয়রানি করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মুখে শেখ হাসিনা সরকারের পতনে ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যায়।
তবে সম্প্রতি রাজুসহ কয়েকজন নামধারী বিএনপির কর্মীরা আবারও অবৈধ ড্রেজার দিয়ে বালু নেওয়ার পায়তারা করছে। দীর্ঘদিন রাস্তার পাশে পাইপ বিছানো থাকায় রাস্তা দিয়ে চলাচলের অসুবিধা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। এলাকার কেউ অসুস্থ হয়ে পরলে তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স আনা যায় না।
এসব বিষয়ে জানতে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।