২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের, আক্রান্ত ৮৬৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম/ ফাইল ছবি

ছবি: বার্তা২৪.কম/ ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যু পৌঁছেছে ১১৯ জনে। এসময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৫ জন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ৮৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ০৭৯ জনে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর বাকি ৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৪ জন আর বাকিরা রাজধানীর বাইরের বাসিন্দা। 

বিজ্ঞাপন

এ সময়ে হাসপাতাল ছেড়েছেন ৬০৩ জন। আর মোট ছেড়েছেন ১৮ হাজার ৫০০ জন।