বরিশালে পুলিশের সামনে হামলা, বিএনপি-যুবদল নেতা আহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশালে পুলিশের সামনে হামলা চালিয়ে জেলার গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক বাদল ফকির ও তার ছেলে পৌর যুবদল নেতা সোহেল ফকিরকে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বাদল ফকির অভিযোগ করে বলেন, দক্ষিণ পালরদী গ্রামের বিরোধপূর্ণ ও মামলা চলমান জমি আওয়ামী লীগ নেতা রেজাউল ফকির এলাকার সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বক দখল করে। ওই জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করলে তিনি (বাদল ফকির) থানা পুলিশকে খবর দেন।

পুলিশ এসে ঘর তুলতে বাধা প্রদান করেন। এসময় পুলিশের সামনে বসেই রেজাউল ও তার সহযোগি সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। হামলায় বিএনপি নেতা বাদল ফকির, যুবদল নেতা সোহেল ফকির, আরিফ হোসেন ও সোহান ফকির আহত হন। গুরুত্বর আহত বাদল ও সোহেল ফকিরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বরিশাল গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।