পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসতে চায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পুনরায় পরীক্ষায় বসতে চাওয়ার সুযোগ দাবি করে রংপুরের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়৷
স্মারক লিপিতে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে উল্লেখ করেন, অনেক মেধাবী শিক্ষার্থী পর্যাপ্ত প্রস্তুতি নিয়েও নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে পরীক্ষা দিতে পারে নি। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না থাকায় বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাও ঘটেছে। তাই প্রকৃত মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সুযোগ করে দেয়ার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এছাড়াও তারা উল্লেখ করেন, দেশের স্বায়ত্তশাসিত ৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩ টিতে দ্বিতীয়বারের মত ভর্তি পরীক্ষার সুযোগ আছে। তবে শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকলেও ১৯৭৩ এর অধ্যাদেশের বিরুদ্ধে গিয়ে সিনেট ও সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়াই তৎকালীন ভিসি স্বৈরাচারী পদ্ধতিতে অনৈতিক ও অন্যায়ভাবে ২০১৪-২০১৫ সালের শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ বাতিল করে।

বিজ্ঞাপন