বগুড়ায় চালের বস্তা থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

চালের বস্তায় করে ঢাকার উদ্দেশ্যে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে বগুড়ায় র‍্যাবের হাতে এক মাদক কারবারি আটক হয়েছে। পরে চালের বস্তায় লুকানো ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া সদরের ঠেংগামারা এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

আটক মাদক ব্যবসায়ী অমল বিশ্বাস (৩৫) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সোলার বন্দর এলাকার শ্রী অর্জুন বিশ্বাসের ছেলে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঠাকুরগাঁও থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে গণপরিবহনে করে ফেনসিডিল নিয়ে যাচ্ছে একজন মাদক ব্যবসায়ী। র‍্যাবের একটি টিম বগুড়া জেলার সদর উপজেলার ঠেংগামারা এলাকায় চেকপোস্ট বসিয়ে পরিবহন থামিয়ে তল্লাশি চালানো হলে বিশেষ কায়দায় চালের বস্তায় ১৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।