বিএনপি ভাঙবে না, ঘুরে দাঁড়াবে: শওকত মাহমুদ



স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
চট্টগ্রামে ঘরোয়া বৈঠকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ / ছবি: বার্তা২৪

চট্টগ্রামে ঘরোয়া বৈঠকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ / ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

দলের দুঃসময়ের মাঝে তৃণমূল নেতাকর্মীরা শত নির্যাতন, নিহত ও পালিয়ে বেড়ালেও সরকারের প্রলোভনে আত্মসমর্পণ করেনি বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ।

তিনি বলেছেন, ‘আমরা গর্ব করে বলতে পারি তৃণমূল নেতাকর্মীরাই আমাদের গর্ব ও প্রাণ। এই অহংকারে বলতে পারি আওয়ামী লীগ যতই বলুক বিএনপি কখনই ভাঙবে না, গণতন্ত্রের পুনরুদ্ধারে বিএনপির জায়গায় বিএনপি থাকবে। বিএনপি আবার ঘুরে দাঁড়াবে।’

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় চট্টগ্রামের নাসিমন ভবনে দলের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে ঘরোয়া বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে মহানগর শাখার সহ-সভাপতি আবু সুফিয়ানসহ অনেক নেতাকর্মী উপস্থিত থাকলেও সদ্য কারামুক্ত নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে দেখা যায়নি।

উল্লেখ্য, একাদশ সংসদে নির্বাচনকে ঘিরে দলটির শত শত নেতাকর্মী গায়েবি মামলাসহ বিভিন্ন নির্যাতনের অভিযোগ জানিয়ে আসছে। দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরত্বের জেরে নির্বাচনের আন্দোলনের ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় বলেও দাবি ওঠে। একই সঙ্গে নতুন করে করণীয় বিষয়ে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য দল পুর্নগঠনে সরব হন। এমন পরিপ্রেক্ষিতে দলের বোঝাপড়া নির্ধারণে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ছয় দলের একটি প্রতিনিধি দল চট্টগ্রামে আসে।

বৈঠকে আলোচনার পূর্বে শওকত মাহমুদ সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘সরকারের মিডনাইটে কারচুপির মাধ্যমে ইলেকশনে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। জনগণকে ভোটাধিকার থেকে দূরে রেখে, পোলিং এজেন্টদের গ্রেফতার করে পৃথিবীর ইতিহাসে কলঙ্কের নির্বাচন উপহার দিয়েছে। নির্বাচনে শত শত নেতাকর্মী আহত, এলাকা ছাড়া ও গায়েবি মামলার গ্রেফতার হয়েছেন। তাদের বিষয়ে খোঁজ-খবর নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এখানে পাঠিয়েছেন। কারণ তারেক রহমান নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতাকর্মী সোজা হয়ে দাঁড়ালে, বিএনপি দাঁড়াবে। এই লক্ষে মহানগর থেকে শুরু করে পর্যায়ক্রমে সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলব। ইনশাআল্লাহ, একদিন বিএনপি ঘুরে দাঁড়াবে।’

বৈঠকে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রাণবন্ত ও খোলা মন নিয়ে কথা বলার আহ্বান জানানো হয়। বিকেলে একই সঙ্গে দক্ষিণ জেলা বিএনপির সাথে বৈঠকে কথা রয়েছে শওকত মাহমুদের। নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান সভাপতিত্বে বৈঠকে নগর বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও মহিলা দলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের মধ্যে দলটির নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক তাকদীর হাসেন জসিম, ধর্মবিষয়ক সম্পাদক গোণেশ, নির্বাহী কমিটির সদস্য হাসানুর রশিদ, মাহফুজুর রহমান রয়েছে।

   

লাঠি হাতে মিরপুরে সড়ক অবরোধ করে অটোচালকদের বিক্ষোভ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে লাঠিসোটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা।

রোববার (১৯ মে) সকাল পৌনে ১০টার দিকে মিরপুর সাড়ে ১১ ও মিরপুর ১০ নম্বর সড়কে বিক্ষোভ করেন তারা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। যার কারণে মিরপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে মিরপুর সাড়ে ১১-তে গিয়ে দেখা যায়, রিকশাচালকরা হাতে লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন। তারা পূরবী এলাকা দিয়ে কোনো যানবাহন চলতে দিচ্ছেন না। কেউ যানবাহন নিয়ে যেতে চাইলে তাকে ধাওয়া দিচ্ছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মিরপুর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার জসিম উদ্দিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১১, মিরপুর-১, আগারগাঁও ও কালশী এলাকায় কয়েকশ ব্যাটারিচালিত অটোরিকশা চালক জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রিকশাচালকদের বিক্ষোভের কারণে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কয়েক কিলোমিটার পর্যন্ত হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের।

;

উত্তরা-টঙ্গী রুটে হবে মেট্রোরেলের ৫টি স্টেশন: এমএএন সিদ্দিক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত ৭.৫ কিলোমিটার দৈর্ঘ্যের রুটে নতুন ৫টি স্টেশন হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

রোববার (১৯ মে) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

এদিকে, রাজধানীর দ্রুতগামী গণপরিবহন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে মেট্রোরেলের এমআরটি লাইন-৬। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কাজ শেষে যাত্রীরা চলাচল করছেন এ রুটে।

এই রুটে বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এখন মেট্রোরেল কর্তৃপক্ষ উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত কাজ সম্প্রসারণের প্রক্রিয়া শুরু করেছে।

এমএএন সিদ্দিক বলেন, উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রুটের কাজ শেষ হলে মেট্রোরেল অতিরিক্ত ৫ লাখ যাত্রী বহন করতে পারবে। উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এ রুটের দৈর্ঘ্য হবে ৭.৫ কিলোমিটার। এ রুটে হবে নতুন ৫টি স্টেশন। এগুলো হলো- দিয়াবাড়ী বাজার, সোনারগাঁও জনপদ রোড পূর্ব, পশ্চিম, টঙ্গী বাজার ও টঙ্গী রেলওয়ে স্টেশন।

এসময় এমআরটি রুট অ্যালাইনমেন্ট বরাবর যানজট কমে গেছে দাবি করেন মেট্রোরেল এমডি।

;

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্য: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্য: ফোকাস বাংলা

  • Font increase
  • Font Decrease

বিশ্বে অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। এসব পরিস্থিতি থেকে সৃষ্টি হওয়া চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবিলা করতে হচ্ছে। তার মধ্যেও মূল্যস্ফীতি যাতে নিয়ন্ত্রণে থাকে সে চেষ্টা করে যাচ্ছে সরকার। সেজন্য নিজস্ব উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, এবং মহামারি করোনার কারণে সমস্ত কাজ বন্ধ, রপ্তানি বন্ধ, আমদানি বন্ধ সারা বিশ্বের অর্থনীতিতে মূল্যস্ফীতি এবং নানারকম সমস্যার সৃষ্টি করেছে। বাংলাদেশেও এ ধাক্কাটা এসে পড়েছে। এর সাথে যুক্ত আছে ফিলিস্তিনে ইহুদিদের যুদ্ধ। বিদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করতে হয় তার প্রত্যেকটার দাম বেড়েছে। যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। আমরা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এটা শুধু করতে পারব, যখন আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারব।

শেখ হাসিনা বলেন, ক্ষমতার লোভে নিজের স্বপ্ন অন্যের হাতে তুলে দেইনি। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, আমাদের শিল্পখাতকে পরিবেশবান্ধব করতে চাই। এজন্য বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি খাতে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। শুধু উৎপাদনের দিকে নজর দিলেই হবে না পাশাপাশি উৎপাদিত পণ্যের বাজার তৈরির দিকেও নজর দিতে হবে। 

এসময় তিনি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম, এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান প্রমুখ।

;

জাতীয় এসএমই পুরস্কার-২০২৩ পেলেন ৭ উদ্যোক্তা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Font increase
  • Font Decrease

পণ্য উৎপাদন, বিপনন ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৭ বর্ষসেরা শিল্পোদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৩ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্তদের নগদ পুরস্কার, ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।

রোববার (১৯ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন যারা

বর্ষসেরা নারী ক্ষুদ্র উদ্যোক্তা স্বপ্না রাণী সেন, বর্ষসেরা পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা মো. শাফাত কাদির, বর্ষসেরা পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা মো. ওয়ালিউল্লাহ ভূঁইয়া, বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা তাসলিমা মিজি, বর্ষসেরা পুরুষ মাঝারি উদ্যোক্তা আশরাফ হোসেন মাসুদ, বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা সীমা সাহা ও বর্ষসেরা স্টার্ট আপ মদিনা আলী।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম, এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান প্রমুখ।

;