রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকিলা (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজশাহীর বাগমারা এলাকার বাসিন্দা ছিলেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকরকে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৬ সেপ্টেম্বর শাকিলা ডেঙ্গু জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার পরও তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি শনিবার রাতে মারা যান।

বিজ্ঞাপন

ডা. শংকর আরও জানান, রামেক হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে। বর্তমানে প্রায় ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। রোগীর চাপ আরও বাড়লে নতুন ওয়ার্ড খোলার পরিকল্পনা রয়েছে।