চট্টগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, আক্রান্ত ৭২ জন
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মোট আটজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাঁচজনই নারী। ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে মৃত্যু হওয়া ওই যুবকের নাম আবুল হোসাইন। তিনি নোয়াখালীর সেনবাগের বাসিন্দা। গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ সেপ্টেম্বর) মারা যান তিনি। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- ‘অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম ও ডেঙ্গু শক সিনড্রোম’।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৭ জন ও নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন আছেন।
এদিকে, চলতি বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে মোট ১৩ জন। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৮ জন নারী এবং ২ শিশু। এ নিয়ে সেপ্টেম্বরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৩ জনে।