বগুড়ায় সীমানা প্রাচীর নিয়ে বিরোধে নারী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

সীমানা প্রাচীর নিয়ে বিরোধে নারী নিহত/ছবি: বার্তা২৪.কম

সীমানা প্রাচীর নিয়ে বিরোধে নারী নিহত/ছবি: বার্তা২৪.কম

বগুড়ার কাহালুতে সীমান প্রাচীর নিয়ে বিরোধে হাতাহাতির ঘটনায় রওশনারা বেগম (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। রওশনারা বেগম ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের এঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সেকেন্দার আলীর সাথে তার ছোট ভাই আব্দুল মজিদের সাথে সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলছিল। রোববার বিকেলে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। এতে রওশনারা বেগম আহত হয়। তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাহালু থানার ওসি বলেন, এঘটনায় আব্দুল মজিদসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।এখনও থানায় মামলা দায়ের হয়নি।