ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার লেমুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম আব্দুর রহমান শামীম (২১)। তিনি সদর উপজেলার লেমুয়া এলাকার সালেহ আহাম্মদের ছেলে। লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেমুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তেরোবাড়ীয়া ইসমাইল কাজী বাড়ি থেকে শামীমকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, শামীম গত ১৯ জুলাই শহরের বড় মসজিদ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি। এ ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, তাকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।