ইছামতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইছামতী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হেলাচিয়া গ্রামের নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ স্যানাল বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ওপর ভিত্তি করে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের কিছু অংশ পঁচে গেছে। কয়েকদিন ধরে মরদেহটি পানিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, মরদেহটির ময়নাতদন্ত করার জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অজ্ঞাত ওই ব্যক্তির নাম-পরিচয় জানার জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান আশিষ স্যানাল।