লক্ষ্মীপুরে আন্দোলনে হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে নির্বিচারে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে জেলা সচেতন নাগরিক কমিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন বক্তারা। জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার ব্যানারে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ৪ আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ৪ শিক্ষার্থী মারা গেছেন। গুলিতে আহত হয়েছন আরও ২০০ ছাত্র-জনতা। ঘটনার প্রায় ২ মাস পার হতে যাচ্ছে, কিন্তু ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই সালাহউদ্দিন টিপুসহ খুনিরা এখনো গ্রেফতার হয়নি। আগামী ৭ দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য আহমেদ ইসমাইল বন্ধন, ফরিদ উদ্দিন, সার্জেন্ট সাইফুল ইসলাম, আব্দুর রহিম আসাদ, সরোয়ার হোসেন, মেহেদী হাসান আয়ান, এম এ আরিফ, আব্দুল হামিদ ফারাবি প্রমুখ।