তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্বরলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে উপজেলার মেডিকেল মোড় গোল চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদের সামনে এসে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে নিজস্ব অর্থায়ানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করের তারা।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গনির সভাপতিতে মান্ববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সফিয়ার রহমান। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বজলা রহমান বজু, কালিশংকর রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের বিষয়টি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার আতিকুল ইসলাম নিশ্চিত করেছেন।