শেকৃবি উপাচার্যকে দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে দুই উপদেষ্টা

  • শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোহরাওয়ার্দী হাসপাতালে দুই উপদেষ্টা/ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী হাসপাতালে দুই উপদেষ্টা/ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: আবদুল লতিফকে দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে উপদেষ্টা নাহিদ ও ফরিদা আখতার। ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি ১ অক্টোবর থেকে হাসপাতালটিতে ভর্তি আছেন। চিকিৎসাধীন উপাচার্যকে দেখতে শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে হাসপাতালটিতে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় দুই উপদেষ্টা উপাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন চালিয়েছে তাদের যথাযথ বিচারের আওতায় আনা হবে। কোনোভাবেই তারা ছাড় পাবে না বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল বাশার ও বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইমরুল কায়েস।