সিলেটে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বদর নগর এলাকা থেকে দেশীয় একটি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করছেন সেনাবাহিনীর ওসমানীনগর ক্যাম্পের দ্বায়িত্বে থাকা ক্যাপ্টেন মো.মুবীন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ উপজেলার বদরনগর গ্রামের সুইচ গেইট এলাকার বড়ভাগা নদীর পাশে বালুর নিচ থেকে পলিথিনে মুড়ানো বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।

তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত বন্দুক ও গুলি থানাপুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, অস্ত্র রয়েছে এমন খবর পেয়ে গত সপ্তাহে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল আহমদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে সে সময় কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে-বন্দুকটি জুয়েল আহমদের হতে পারে। বর্তমানে জুয়েল পলাতক রয়েছেন বলে জানা গেছে।