সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে ৩৩ বিজিবির পরিচালক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

রোববার (৬ অক্টোবর) সীমান্তবর্তী কলারোয়া উপজেলার ঝিকরা হরিতলা, ঝাউডাংগা পশ্চিমপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় করেন তিনি।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যে ৪০টি পূজামণ্ডপ রয়েছে, যেখানে বিজিবি দুই শতাধিক সদস্য নিয়োজিত রেখে ১৬ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, পূজা উদযাপন উপলক্ষে যেকোনো প্রকার আইন-শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবি টহল দল দিবারাত্রি সবসময় নিরাপত্তা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করেন।

এসময় স্থানীয় ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।