সামিটের চেয়ারম্যান আজিজ খানের ব্যাংক হিসাব জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য জব্দ করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিএফআইইউয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই তালিকায় সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ছাড়া পরিবারের অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ আজিজ খানের স্ত্রী আঞ্জুমান আজিজ খান, তিন মেয়ে আয়েশা আজিজ খান, আদিবা আজিজ খান ও আজিজা আজিজ খান, চার ভাই লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, ফরিদ খান, লতিফ খান ও জাফর উম্মেদ খান এবং ভাইদের ছেলে ফয়সাল করিম খান ও সালমান খান। তারা সবাই সামিট গ্রুপের পরিচালক।

আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউয়ের চিঠিতে আরও বলা হয়েছে, এই ১১ জনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও এক মাসের জন্য জব্দ রাখতে হবে। একই সঙ্গে চিঠিতে তাদের সবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।