রাঙামাটিতে ট্রাকভর্তি ভারতীয় সিগারেটসহ আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

রাঙামাটিতে ট্রাকভর্তি ভারতীয় সিগারেটসহ আটক ২

রাঙামাটিতে ট্রাকভর্তি ভারতীয় সিগারেটসহ আটক ২

মধ্যরাতে রাঙামাটি থেকে ট্রাকে করে অভিনব কায়দায় পাচারের সময় ৩৫ বস্তা ভারতীয় সিগারেট জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড়কোটি টাকা। এসময় ট্রাকের চালক রোমান ও হেলপার মঞ্জুরুল আলমকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাঙামাটির মানিকছড়ি চেকপোস্ট দিয়ে যাওয়ার সময় ট্রাকভর্তি (চট্টমেট্টো-ড-১১-২৪-৩৩) জাম্বুরার গাড়ি চেক করে এসব সিগারেট জব্দ করা হয়। 

বিজ্ঞাপন

এর মধ্যে ৩৩টি বড়বস্তা ও ২টি ছোট বস্তাভর্তি অরিস সিলভার ও মন্ট সিগারেট উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।

আটকের পরপরই রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

জব্দকৃত সিগারেটগুলোর আনুমানিক মূল্য প্রায় দেড়কোটি টাকা বলে সংশ্লিষ্টসূত্র তাৎক্ষণিকভাবে জানিয়েছে। এখন পর্যন্ত রাঙামাটিতে এটাই সবচেয়ে বড় অবৈধ ভারতীয় সিগারেটের চালান ছিল। এর আগে গতদুই মাসে একাধিক অভিযানের মধ্যদিয়ে রাঙামাটিতেই প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় সিগারেট আটক করেছিল যৌথবাহিনীর সদস্যরা।