আগামীতে যারা শাসন করবে তাদের পথ খুলে দিতে এসেছি: ধর্ম উপদেষ্টা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন/ছবি: বার্তা২৪.কম

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন/ছবি: বার্তা২৪.কম

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা শাসন করতে আসি নাই, আগামী দিনে যারা শাসন করবে তাদের জন্য পথ খুলে দিতে এসেছি। আপনাদের সহযোগিতা করতে চাই, আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন।

সোমবার (১৪ অক্টোবর) সকালে বৌদ্ধধর্মীয় ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির এর শততম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আ ফ ম খালিদ হোসেন বলেন, আমরা খুব কম সময়ের মধ্যে নির্বাচন দেব। জনগণ যাতে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে ব্যবস্থা আমরা করবো। এতদিন ভোটের পদ্ধতির কালচারটা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমরা ভোটার তালিকা হালনাগাদ করে, নির্বাচন কমিশনকে সাজিয়ে একটা সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন দেব। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। যারা জনগণের ম্যান্ডেড পাবে আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা যদি আগামী দিনের সুন্দর বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই তাহলে আমাদের একে অপরের হাত ধরে এগিয়ে যেতে হবে। বিভেদ আমাদের ধ্বংস করে দেবে, সংঘাত আমাদেরকে পিছিয়ে ফেলবে। আমাদের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সাজানো বাগানের মতো। বাগানের ভেতরে যেমন বর্ণিল পুষ্পরাজি থাকে, কিছু সুগন্ধ আছে, কিছু সুগন্ধহীন দৃষ্টিনন্দন। এটাই বাগানের বৈচিত্র্য। আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলমান, খিষ্টান, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে। এটা একটা বাগানের মতো। এটাকে আমাদের পরিচর্যা করতে হবে, লালন করতে হবে। আর নাহলে বাগানে ফুল ফুটবে না। বাগানের গাছ মারা যাবে। এই ঐতিহ্য পারষ্পরিক সৌহার্দ্য আমাদের লালন করতে হবে।

কতিপয় দুর্বৃত্ত দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এদের কোনো ধর্ম নেই, সংখ্যাও নগণ্য। আমাদের মধ্যেই এরা ঘাপটি মেরে বসে আছে। এদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে।

এসময় তিনি প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটির বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি উত্থাপন করলে সহযোগিতার আশ্বাস দেন। সেইসঙ্গে বৌদ্ধধর্মাবলম্বী যারা ভারতের বুদ্ধগয়ার তীর্থযাত্রায় যেতে তাদের ভিসার জন্য ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ বড়ুয়া প্রমূখ।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম এর বিভাগীয় পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান, অধ্যাপক তুষার কান্তি বড়ুয়াসহ বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।