গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেরপুরের ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

মেহেরপুরের ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় আসাদুজ্জামান (৫৫) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আসাদুজ্জামান গাংনী উপজেলার বাওট গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন হাটে সবজি বিক্রি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া গ্রামের সাপ্তাহিক হাটের দিনে আসাদুজ্জামান সবজি বিক্রি করতে গিয়েছিলেন। বেচাকেনা শেষে হাটের মধ্যে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন তিনি। এসময় জোড়পুকুরিয়া গ্রামের লিটন নামের এক যুবক দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আসাদুজ্জামানকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করে আসাদুজ্জামানকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আাদিলা আজহার আরশী তাকে মৃত ঘোষণা করেন।

ডা. আদিলা আজহার আরশী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ওসি তদন্ত শেখ মেজবাহ উদ্দীন জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট করার জন্য একজন অফিসারকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।