বাউফলের কিশোর গ্যাং আতঙ্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
-
-
|
![ছবি: সংগৃহীত](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2024/Oct/18/1729205021900.jpg)
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে সাইদুল ইসলাম ওরফে শুভ (১৫) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ অক্টোবর) কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট সড়কে এ ঘটনা ঘটে । আহত শুভকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুভ হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা জানিয়েছেন, সকালে মোবাইল চুরির ঘটনায় স্থানীয় বখাটে আলভি (১৭) ও তার সহযোগীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর আলভি শুভকে পিটিয়ে গুরুতর জখম করে।
বাউফল থানার পুলিশ বিষয়টি জানে না বলে জানিয়েছে, তবে তারা খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এ ঘটনায় দুই দিন পার হলেও স্থানীয় অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।