ফটিকছড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে মো. জামাল উদ্দিন (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে নাজিরহাট বাজারের দরবার সড়কের পাশে অবস্থিত ওই ভবনটিতে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জামাল উদ্দিন পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামের মোহাম্মদ ছালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

ভবনের মালিক মো. কাশেম বলেন, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে তার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। আজ সকালে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু ঘটে। পরে নিহতের পরিবার এসে লাশ নিয়ে যান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, আমি এরকম কোন খবর পাইনি। খবর নিয়ে দেখছি।