সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ

সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ

নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশি থেকে তাকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগর পুলিশের এক কর্মকর্তা বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে নগরীর খুলশী এলাকা থেকে সিএসপির কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন থানায় মামলা রয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি পুলিশ তাকে নিয়ে যেতে ইতোমধ্যে চট্টগ্রামের পথে রয়েছে। এ বিষয়ে ডিএমপি থেকে বিস্তারিত ব্রিফ করে জানানো হবে বলে জানান তিনি।