কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা করবে রাত ১০টা পর্যন্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা করবে রাত ১০টা পর্যন্ত

কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা করবে রাত ১০টা পর্যন্ত

অভ্যন্তরীণ রুটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্ততম আকাশপথ ঢাকা-কক্সবাজার। এই রুটে এতদিন ফ্লাইট ওঠানামা হতো সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এখন থেকে সেই ফ্লাইট উঠানামা করবে রাত ১০টা পর্যন্ত। এ সিদ্ধান্তের ফলে পর্যটক ও যাত্রীরা দিনে গিয়ে দিনে ফিরে আসার সুবিধা পাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, শীত মৌসুমে যাত্রী সংখ্যা বাড়ায় ফ্লাইট সংখ্যাও বৃদ্ধি পাবে। রাতের ফ্লাইট চালুর মাধ্যমে পর্যটন খাতের প্রসার হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই নতুন সুবিধা পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। ফ্লাইট সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

আগে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফ্লাইট চলাচল করলেও, এখন রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে দৈনিক ১৭টি ফ্লাইট রয়েছে, যা নতুন সময়সূচি কার্যকর হলে আরও বৃদ্ধি পাবে।