শৃঙ্খলা ভঙ্গ: চমেকের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

চমেকের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

চমেকের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ জন শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শাস্তি পাওয়াদের মধ্যে ১৪ জন শিক্ষানবিশ চিকিৎসকও রয়েছেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসীম উদ্দিন।

কলেজ সূত্র জানায়, শিক্ষার্থীদের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে তদন্তে চার মাস আগে একটি কমিটি গঠন করা হয়। তদন্তে এসব শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ও শিক্ষার পরিবেশ নষ্টের প্রমাণ পাওয়া যায়।

রোববার (২৭ অক্টোবর) এ বিষয়ে আয়োজিত এক সভায় ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সেটাই সোমবার একাডেমিক কাউন্সিলের সভায় জানানো হয়।

শৃঙ্খলা ভঙ্গের ধরনভেদে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত বহিষ্কার করা হয়েছে ৭৫ জন শিক্ষার্থীকে। বাকি ১১ শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।