বগুড়ায় রায়হান হত্যা : সাবেক মেয়র আ. লীগ নেতা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

আ. লীগ নেতা গ্রেফতার, ছবি: সংগৃহীত

আ. লীগ নেতা গ্রেফতার, ছবি: সংগৃহীত

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৮ অক্টোবর) গভীর রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুপচাঁচিয়ায় গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়।

এ ঘটনায় রায়হানের মা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন এজাহারভুক্ত ১নম্বর আসামি ছিলেন।

ওসি ফরিদুল ইসলাম বলেন, গ্রেফতার বেলাল হোসেনকে সোমবার আদালতে পাঠানো হবে।