মানিকগঞ্জে তিন মাসে ডেঙ্গু আক্রান্ত ১২৮১ জন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিগত তিন মাসে মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২৮১ জন এবং গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরোও ২৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৩ জন ।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মকছেদুল মমিন।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্য-সচিব আ ন ম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌরসভার সাবেক কাউন্সিলর সাবিহা হাবিবসহ কমিটির সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, দিন দিন মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। ডেঙ্গু প্রতিরোধে জমা পানি পরিষ্কার করতে হবে। জেলা শহরের আবাসিক ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ফুলের টবে যাতে পানি জমে না থাকতে পারে সেটা নিশ্চিত করতে হবে। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এছাড়া যত্র-তত্র ডাবের খোলা, গাড়ির চাকার টায়ারসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি অপসারণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান বক্তারা।