মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ৭

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ৭

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ৭

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি বিদেশী রিভালবার ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) রাতে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ডেয়ারিং টাইগারস ইউনিট এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট মুনিয়া সোহেল ক্যাম্পে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। তবে মুনিয়া সোহেলকে আটক করতে পারেনি অভিযানিক দল। তার ৭ সহযোগীকে আটক করে সেনাবাহিনী। এসময় মুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে দুটি বিদেশী রিভালবার উদ্ধার করে তারা।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, মোহাম্মদপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর অবস্থান কঠোর থাকবে।