গাজীপুরে পুকুরে ভেসে উঠল নারী ও শিশুর মরদেহ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরে পুকুর থেকে অজ্ঞাত এক নারী (২৪) ও শিশুর (৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক তেলির চালা গ্রামের মনির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন দেখতে পায় পুকুরের দুটি মরদেহ ভেসে উঠেছে। এসময় তারা জরুরি সেবা ৯৯৯ নাম্বার ফোনকল করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরেদেহ দুটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানা মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।