শত শত কোটি ব্যয়ে করেও নিয়ন্ত্রণে নেই ডেঙ্গু পরিস্থিতি

  • জাহিদ রাকিব, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিয়ন্ত্রণে নেই ডেঙ্গু পরিস্থিতি/ছবি: বার্তা২৪.কম

নিয়ন্ত্রণে নেই ডেঙ্গু পরিস্থিতি/ছবি: বার্তা২৪.কম

দেশে ডেঙ্গু ভয়াবহতা ও মশাবাহিত রোগ সরকারের নজরে আসে ২০০০ সালে। সে বছর থেকেই সরকার ডেঙ্গু সংক্রান্ত হিসাব রাখা শুরু করে। তবে ডেঙ্গুর ভয়াবহতা পূর্ণ প্রকাশ পায় গত বছর অর্থাৎ ২০২৩ সালে।

সে বছর রোগী বাড়তে শুরু করে মে মাসের মাঝামাঝিতে এসে, জুন থেকে শুরু করে ছড়ানো। সেবার ছাড়িয়ে যায় আগের ২২ বছরের হিসাব। রোগটির প্রাদুর্ভাব বাড়ে, ছড়িয়ে পড়ে পুরো দেশে। দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রোগী তিন লাখ ২১ হাজার ১৭৯ জন শনাক্ত হয়, মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

বিজ্ঞাপন

এই ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকারের ঢাকার দু'সিটি করপোরেশন সর্বশেষ অর্থবছরে বাজেট ছিল ১৫২ কোটি ৮৫ লাখ টাকা। সারাদেশে স্থানীয় সরকার বিভাগ ২০২৩-২৪ অর্থবছরে ডেঙ্গু মোকাবিলা, পরিচ্ছন্নতা ও প্রচার খাতে (স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নিজস্ব ব্যয়ের বাইরে) ৪০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। পৌরসভাগুলোকে সেখান থেকে শ্রেণিভেদে প্রায় ১ লাখ ২৬ হাজার থেকে ১ লাখ ৮০ টাকার বরাদ্দ ছাড় করা হয়েছে।

সরকার থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে এমন বিপুল অর্থ ব্যয়ের পরেও কার্যকরী কোন নিয়ন্ত্রণে আসতে পারেনি। প্রতিবছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দু'টো সমান তালে বাড়ছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসবে অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ৮১৭ জন। আক্রান্তের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পুরো বছরের তথ্যে দেখা যায়, বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, মৃত্যু হয় ১৪ জনের; ফেব্রুয়ারিতে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয় তিনজনের; মার্চে রোগী ছিলেন ৩১১ জন, মৃত্যু পাঁচ জনের; এপ্রিলে আক্রান্ত ৫০৪ জন, মৃত্যু দুইজনের; মে মাসে আক্রান্ত ৬৪৪ জন, মৃত্যু ১২ জনের; জুনে আক্রান্ত ৭৯৮ জন, মৃত্যু আটজনের। আর সদ্য শেষ হওয়া অক্টোবরে মাসে ডেঙ্গু আক্রান্ত হয় সাড়ে চার হাজার, মৃত্যু হয় ১৩৪ জনের।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু জামিল ফয়সাল বার্তা২৪.কমকে বলেন, আগের বছরগুলোতে দেখেছি, ডেঙ্গুর পিকটাইম সেপ্টেম্বরে ছিল পাঁচবার। অক্টোবরে তিনবার, আগস্ট ও নভেম্বরে হয়েছে একবার করে। এবারও সেপ্টেম্বরে ও অক্টোবর পিকটাইম হয়েছে। কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হতে পারে।

এই বিশেষজ্ঞের মতে, প্রতি বছর সরকার থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তার কোন কার্যকারিতা নেই। শুধু অর্থ ব্যয় করলে হবে না, পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রতিদিন সন্ধ্যায় ফগার মেশিন দিয়ে ধোঁয়া দিলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে না। ডেঙ্গু নিয়ন্ত্রণে সুষ্ঠু কার্যকরী পরিকল্পনা নেওয়া দাবি জানান তিনি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, সারাবছর ধারাবাহিকভাবে কাজ করায় পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা ডেঙ্গু নিয়ন্ত্রণে রেখেছে। বাংলাদেশে ডেঙ্গুকে মৌসুমি সমস্যা হিসেবে দেখা হচ্ছে। এটা যে জনস্বাস্থ্যের জরুরি সমস্যা, সে চিন্তা থেকে কাজ হচ্ছে না। ফলে এককালীন অর্থ বরাদ্দ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব নয়।