সড়ক দুর্ঘটনায় ববির শিক্ষার্থী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনায় ববির শিক্ষার্থী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় ববির শিক্ষার্থী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী মাইশা ফৌজিয়া মিম বাস চাপায় নিহতের ঘটনায় চালককে গ্রেফতারর করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে চালক জামিল হোসেনকে (২৭) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত জামিল হোসেন পটুয়াখালী জেলার মরিচবুনিয়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসের চালক।

এর আগে, বুধবার রাত ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাপায় মাইশা ফৌজিয়া মিম প্রাণ হারান। মিম বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

এই ঘটনার প্রতিবাদে সহপাঠীরা বাসটি ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেন। পরদিন বৃহস্পতিবার ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শুক্রবারও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে পুনরায় বিক্ষোভ করেন। ঘটনাটি সমাধানের জন্য জেলা বাস মালিক সমিতির নেতারা আসতে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে ফের মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে রাত ১০টার দিকে শিক্ষার্থীরা চলে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে বন্দর থানার ওসি।