মেহেরপুরে সড়কে গাছ ফেলে গণডাকাতি, আহত ২
মেহেরপুরের শুকুরকান্দিতে সড়কে চলাচলকারী বাসসহ বিভিন্ন যানবাহনে দুই ঘণ্টা ধরে আবারও গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় একটি ড্রাম ট্রাক দ্রুত স্থান ত্যাগ করতে গিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে দুজন আহত হয়েছেন।
শনিবার (২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশের টহল না থাকায় ডাকাতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি মাঠের মধ্যে শনিবার (২ নভেম্বর) ভোরে ডাকাতরা গাছ ফেলে অবরোধ করে। ডাকাত দলের ১০/১৫ জন সদস্য রামদা (দেশীয় অস্ত্র) নিয়ে এ সড়কে চলাচলকারী অর্ধ শতাধিক যানবাহন আটক করে। এসময় ঢাকা থেকে মেহেরপুরগামী বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, সোনার গয়না ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
একইভাবে অন্যান্য যানবাহনের চালক ও হেলপারদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। ডাকাতদলের হাত থেকে বাঁচতে একটি ড্রাম ট্রাক দ্রুত স্থান ত্যাগ করতে গিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এ ঘটনায় ট্রাক চালক গাংনী উপজেলার বাওট গ্রামের সজিব মিয়া (৩৫) ও ট্রাকের হেলপার ছাতিয়ান গ্রামের সুমন হোসেন (৩০) আহত হয়েছেন। একইসাথে রামনগর গ্রামের স্যালোইঞ্জিন চালিত যান চালক রামনগর গ্রামের আজগর আলী (৫০)।
আহত সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসের কয়েকজন চালককে মারধর করে জখম করেছে। তবে ডাকাতদের কাছ থেকে ছাড়া পেয়ে তারা নিজ গন্তব্যে চলে গেছেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এর আগে, গত ৩ অক্টোবর রাতে শুকুরকান্দির পাশে আকুবপুর মাঠের মধ্যে একই সড়কে ঘণ্টাব্যাপী গণডাকাতি হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ।