ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাসে ছিনতাইকালে আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় রাতের আঁধারে ডিবি পুলিশের পরিচয় দিয়ে যাত্রীবাহী বাসে ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও জব্দ করে সেনা সদস্যরা।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার হামিদপুর বাজার থেকে আল মামুন (৪৪) ও মো: খাইরুল ইসলাম (৪২) নামের দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত জানান নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার।

সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, শনিবার (২ নভেম্বর) রাতে সদর উপজেলার হামিদপুর বাজার এলাকায় নেত্রকোনা থেকে ঢাকাগামি সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে দুইজন সন্ত্রাসী ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাই করার জন্য চেকিং শুরু করে। এই সময় রাস্তায় যানজট দেখে নিয়মিত টহলে থাকা সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এগিয়ে যায়। সেনাবাহিনী দেখে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে তাদের ব্যবহৃত রানার-৮০ সিসি ও বানার টার্বো-১২৫ সিসি মডেলের দুইটি অবৈধ মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের আ: হালিম মাস্টারের ছেলে আল মামুন ও একই উপজেলার চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে মো: খাইরুল ইসলাম।

নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার জানান, আটককৃত সন্ত্রাসীসহ অবৈধ মোটরসাইকেল নেত্রকোনা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। উক্ত এলাকার নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল চলমান রয়েছে।