টেন্ডার ছাড়া বিদ্যালয়ের পুরাতন ভবন বিক্রি, টাকা গেল সভাপতির পকেটে!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন টেন্ডার ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. সোহরাব হোসেন নিজ উদ্যোগে পুরাতন টিনের ভবন ভেঙে মালপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নিয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) সরেজমিনে ওই বিদ্যালয়ে গেলে স্থানীয়রা জানান, বিদ্যালয়টিতে পাকা ভবন নির্মাণ শেষে মাঠের অপর পাশে থাকা পুরাতন টিনশেড ঘরটি কয়েক মাস আগে কোনোরকম টেন্ডার ছাড়াই ভেঙে বিভিন্ন মালামাল বিক্রি করে দেন সাবেক সভাপতি সোহরাব হোসেন।

বিজ্ঞাপন

জানা যায়, আওয়ামী লীগের গ্রাম কমিটির সভাপতি পদে থাকায় এলাকায় তার আধিপত্য ছিল। সেসময় তার কথা মতোই চলতো ওই শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু পুরাতন ভবন ভেঙে বিক্রিই নয়, স্কুলের ব্রেঞ্চ, বেশকিছু গাছও তিনি নিয়ম বহিঃর্ভূতভাবে বিক্রি করেছেন। এ নিয়ে এলাকাবাসী তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তিনি দলীয় প্রভাব খাটাতেন।

ওই এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করে বলেন, এখানে পুরাতন টিনের ভবন ছিল। সেটা ভেঙে মালপত্র ভ্যান গাড়িতে করে বিক্রি করা হয়েছে। বিক্রি না করলে তো আর এমনি এমনি ভবন হাওয়া হয়নি।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুল করিম বার্তা২৪.কমকে বলেন, এখানে একটি পুরাতন ভবন ছিল। সেটি নিয়ম অনুযায়ী টেন্ডারের মাধ্যমে ভাঙার কথা থাকলেও তিনি এটা কিভাবে ভেঙেছে তা তিনিই ভালো জানে। তবে এটা অন্যায় হয়েছে।

এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সোহরাব হোসেন মুঠোফোনে বার্তা২৪.কে বলেন, ওই প্রতিষ্ঠানের জমি আমরা দিয়েছি। ওখানে যে পুরাতন ঘর ছিল তা ভেঙে সেখানকার টিন কাজে লাগানো হয়েছে জানিয়ে তিনি প্রতিবেদককে বলেন, আমি বাহিরে আছি এলাকায় এসে আপনার সাথে বসে চা খাবো।

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা জায়েদা আখতার জানান, বিষয়টি আমার জানা নেই৷ খোঁজ নিয়ে দেখব।

তবে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ জানান, সরকারি মালামাল সরকারি নিয়ম অথবা টেন্ডার ছাড়া বিক্রি বা ভাঙা সম্পূর্ণ অপরাধ। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।