নেত্রকোনার মদনে অস্ত্রসহ তিন যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মদন অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ।

এর আগে সোমবার (৪ নভেম্বর) রাত ৩টায় উপজেলার কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- উপজেলা সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), দক্ষিণপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে মদন অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানায়, সোমবার রাত ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ সিগন্যাল ব্যাটালিয়ন নেত্রকোণার মদন থানার কদমতলী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করা হয় | প্রাথমিকভাবে মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।