ঢাকায় বোর্ডিং ব্রিজ ভেঙে কুয়েত এয়ারওয়েজের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকায় বোর্ডিং ব্রিজ ভেঙে কুয়েত এয়ারওয়েজের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

ঢাকায় বোর্ডিং ব্রিজ ভেঙে কুয়েত এয়ারওয়েজের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বোর্ডিং ব্রিজ ভেঙে কুয়েত এয়ারওয়েজের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি (ফ্লাইট নাম্বার কেউইউ ২৮৩) ২৮৪ জন যাত্রী নিয়ে আজ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সব যাত্রী নামার পর রাত আড়াইটার দিকে উড়োজাহাজের সাথে সংযুক্ত বোর্ডিং ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। ওই সময় শুধু পাইলট ও কেবিন ক্রুরা উড়োজাহাজে ছিলেন। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন, তাদের কাছাকাছি একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। কুয়েত থেকে আসা কানেক্টিং ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে বিনামূল্যে ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি।