মাগুরায় শিক্ষার্থীদের ন্যায্য মূল্যের বাজার
‘আসুন যতটুকু প্রয়োজন ততটুকু কিনি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় শুরু হয়েছে ন্যায্য মূল্যের বাজার কার্যক্রম। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার (৬ নভেম্বর) থেকে বিভিন্ন রকম সবজি বিক্রি করছে শিক্ষার্থী।
তাদের এই ন্যায্য মূল্যে বাজার কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। বুধবার সকালে মাগুরা শহরের সদর থানা সংলগ্ন পোস্ট অফিসের বিপরীত পাশে এ দোকান বসানো হয়েছে। যা পর্যায়ক্রমে জেলার অন্যান্য স্থানে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন ছাত্ররা।
প্রথম দিনের এ ন্যায্য মূল্যের বাজারে আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, কলা, পেঁপে, লাউ, শসা, আদা, শাক, সিম, ডিমসহ নানা পণ্য বিক্রি করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেহাজ খান বলেন, আমরা মূলত ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ও ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দিতে এই কার্যক্রম হাতে নিয়েছি। আজ শহরের একটি জায়গাতে এই কাজ শুরু করেছি দ্রুতই শহরের বিভিন্ন স্থানে আমাদের ন্যায্য মূল্যের বাজার বসানো হবে। আমাদের বাজার প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মাগুরার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা শাখার ছেলেরা কৃষক পর্যায় থেকে পণ্য কিনে নিয়ে এসে লাভ না করে একই দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করছে। এটি একটি ভালো পদক্ষেপ, এমন আরো কিছু দোকান হলে ন্যায্য মূল্যের বিষয়টি আরো নিশ্চিত হবে। এদের কাজের জন্য আমি এদেরকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই।